প্রতিবেদন

জলবায়ু পরিবর্তন কমিকস: পর্ব ২

জলবায়ু পরিবর্তন কমিকস পর্ব ২

অর্ঘ্য মান্না একজন শখের কার্টুনিস্ট, বর্তমানে ভারতেই আছেন। উনি ” Drawing History of Science ” নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালান যেখানে বিজ্ঞান, ইতিহাস এবং কার্টুন, নিজের তিনটে শখকেই একসাথে উনি মেলাতে পারেন।

সোমদত্তা কারক হায়দরাবাদ-এর সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি-র (CCMB) গণমাধ্যমে প্রচার বা পাবলিক আউটরীচ-এর দায়িত্ত্বে রয়েছেন। উনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণাকে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেন।


 

গত পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে ছিলাম যে হায়দ্রাবাদের বিখ্যাত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র সিসিএমবি এর সাথে মিলিত হবে অর্ঘ্য মান্না এবং সোমদত্তা কারক চারটি জলবায়ু পরিবর্তন নিয়ে কমিকস প্রকাশিত করেন।

প্রথম কমিক্সটির পর আজ দ্বিতীয় কমিক্সটি সবুজ পৃথিবী বাংলায় অনুবাদ করে তার পাঠক-পাঠিকাদের কাছে আনতে পেরেছে। দ্বিতীয় পর্বে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো কয়লা বা ফসিল ফুয়েল থেকে কিভাবে মানব সভ্যতা রিনিউয়েবল এনার্জি পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় পর্বে চেষ্টা করা হয়েছে যতটা সহজ ভাবে গ্রিন হাউস গ্যাসের কমাবার বিশ্বজুড়ে যে প্রয়াস চলছে তার একটি গুরুত্বপূর্ণ ধাপ, রিনিউয়েবল এনার্জি সংক্রান্ত একটা ধারণা সহজ বাংলায় তুলে ধরা। এই ধরনের একটি কমিকস লেখার জন্য আমরা অর্ঘ্য মান্না এবং

সোমদত্তা কারকের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ সিসিএমবি হায়দ্রাবাদের কাছেও।

পরিশেষে বলি, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম সাংঘাতিক বিপদের মুখে পড়বে এই জলবায়ু পরিবর্তনের ফলে। কাজেই আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা কিছু করে একে আটকাতে পারি। নতুবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের প্রজন্ম সারাজীবন দায়ী হয়ে রইবে।নির্দ্বিধায় শেয়ার করুন, নির্দ্বিধায় বাচ্চাদের ডাউনলোড করে দিন, সবাইকে পড়ান এইটুকু অনুরোধ রাখছি আমরা।
ডাউনলোড করুন এই লিংকটি থেকে। সরাসরি ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন নিচের চিহ্নগুলি ব্যবহার করে।

সবুজ পৃথিবী তরফ থেকে সন্দীপ আর অরিন্দম।

 

এই গল্পটির PDF  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।



 

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন কমিকস: পর্ব ১

 

 

 

 

 

 

 

Leave a Comment